ময়মনসিংহের ফুলপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে ফুলপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। তথ্য অধিকার দিবস উপলক্ষে প্রতিপাদ্য বিষয় ছিল তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব।আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় এর সভাপতিত্বে সভার কাজ শুরু হয়।এসময় বক্তব্য রাখেন, সাংবাদিক এ টি এম রবিউল করিম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র দাস, উপজেলা কৃষি কর্মকর্তা মো, ফারুক আহমেদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ শিহাব উদ্দিন খান, আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের উপজেলা সমন্বয়কারী মোঃ আবুল বাসার রাজন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুল বশর ভূইয়া ও উপজেলা তথ্য আপা আইরিন আক্তার সাংবাদিক মোঃ কামরুল ইসলাম খান প্রমুখ।সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর।