পিরোজপুরের স্বরূপকাঠিতে পৃথক দুই দিনে সংগঠিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও পরিবারের মাঝে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের পক্ষে সরকারি বরাদ্দ থেকে নগদ অর্থ’র চেক ও চাল বিতরণ করা হয়েছে।বুধবার (৪ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের পক্ষে নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব উল্লাহ মজুমদার তার কার্যালয়ে বসে ওই চেক ও চাল বিতরণ করেন।এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানষ দাস বাপ্পি তার সাথে ছিলেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২টি দোকানের ব্যাবসায়ী ও ৯টি ঘরের পরিবারের প্রত্যেককে সাত হাজার পাঁচ শত টাকার চেক এবং পঁচিশ কেজি করে চাল বিতরণ করা হয়। প্রসঙ্গত গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার ছারছীনা বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিকাণ্ডে সেখানকার ১৩ টি দোকান মালামাল সহ এবং সোমবার রাতে পৌরসভার ৪ নং ওয়ার্ডের সরদার বাড়ীতে অগ্নিকাণ্ডে ৯ টি বসতঘর মালামাল সহ ভস্মীভূত হয়।