ময়মনসিংহের তারাকান্দা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম এম এ কাশেম সরকার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৬ অক্টোবর) তারাকান্দা প্রেসক্লাবের আয়োজনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রতিনিধি রফিক বিশ্বাস (দৈনিক মানবজমিন) নাজমুল হক, (দৈনিক আমাদের সময়) শাকিল আহমেদ লিখন (দৈনিক গণমুক্তি), শামীম হোসাইন (দৈনিক আমাদের নতুন সময়), জুয়েল মিয়া (দৈনিক নব চেতনা), সাগর তালুকদার (দৈনিক ভোরের কাগজ), শরিফুল আলম রাসেল (দৈনিক কালবেলা), আব্দুর রউফ (দৈনিক তৃতীয় মাত্রা), আবু সাঈদ (৭৫ বাংলা ডটকম), আনোয়ার হোসেন (দৈনিক দেশের খবর) প্রমুখ।অনুষ্ঠানে আলোচনা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন, হাফেজ মাওলানা মুফতি আবু হুরায়রা।