পিরেজপুরের ভান্ডারিয়ায় মাদক বিক্রির সময় মা- ছেলে সহ ৫ জনকে আটক করেছ পুলিশ। বৃহস্পতিবার (৫ অক্টোবর) দিনগত রাত ২ টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে বেবি আক্তারের বাস ভবন থেকে ভান্ডারিয়া থানা পুলিশ তাদেরকে আটক।থানা সূত্রে জানাযায়, পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে বেবি আক্তারের বাসায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত দুইটার দিকে ভান্ডারিয়া থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে ৩৩ পিচ ইয়াবা, ১০২ গ্রাম গাঁজা ও নগদ ৩২০২০ টাকা উদ্ধার করে।এ ঘটনায় জড়িত থাকায় বেবি আক্তার (৪৫), তার ছেলে রায়হান হাওলাদার (২০), সজিব সরদার (২২), রিয়াদ মাহমুদ রানা (৩২), ফিরোজ সিকদার (৫৫) কে আটক করে পুলিশ।ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুজ্জামান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।