পিরোজপুরের কাউখালীতে গাঁজা সেবনের অপরাধে ২ জনকে ১৫ দিনের জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।রোববার(৮অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.বায়েজিদুর রহমান এ সাজা দেন।জানাগেছে, কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনের নদীর পাড়ে ঘাটলায় গাঁজা সেবনরত অবস্থায় ওই ২জনকে হাতেনাতে আটক করা হয়।এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো.বায়েজিদুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ঝালকাঠীর শেখেরহাট ইউনিয়নের রাজপাশা গ্রামের রিয়ান(১৯) এবং শিরযুগ গ্রামের রাতুল(২০)কে ১৫ দিন করে কারদণ্ড এবং একশত টাকা করে জরিমানা করেন।