পিরোজপুরের কাউখালী উপজেলা জাতীয় পার্টি জেপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু শনিবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরের মুজিব শতবর্ষ মঞ্চে জনাকীর্ণ সমাবেশে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন।আবু সাইদ মিঞা মনু উপজেলা জাতীয় পার্টি জেপির সভাপতি পদ থেকে পদত্যাগের পর ওই দিন রাতেই দলটির চেয়ারম্যান ও পিরোজপুর – ২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু স্বাক্ষরিত এক অফিস আদেশে দলটির উপজেলা কমিটির সহ-সভাপতি মোঃ নুরুল আমিনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।উল্লেখ উপজেলা জাতীয় পার্টি জেপির সভাপতি আবু সাইদ মিঞা মনু দলটি সাংগঠনিক রীতি বহির্ভূত ভাবে পরিচালনা করার পাশাপাশি এলাকার উন্নয়নে ব্যাপক বৈষম্যে করন এবং কাউখালী হাটের খাজনা সংসদ সদস্য কর্তৃক মওকুফের ঘোষণা করা সত্বেও পরিশোধ না করার অভিযোগ এনে দলীয় সকল পদ থেকে তিনি সহ উপজেলা জাতীয় পার্টি জেপির সহ -সভাপতি সিকদার মোঃ দেলোয়ার হোসেন, শাহ-আলম নসু, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ লিটন, নেপাল চন্দ্র দে,সাংগঠনিক সম্পাদক খসরু সহ দলের তিন সহস্রাধীক নেতাকর্মী পদত্যাগের ঘোষণা করেন।