বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উৎযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুস্ঠিত হয়েছে।মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান সোহাগ, কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস , আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহিনুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আঃ হাকিম সেরনিয়াবাত, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন হাওলাদার, শিকারপুর ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম মাঝি।এ সময় বক্তরা বলেন ধর্ম যার যার, উৎসব সবার।হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে শারদীয় দুর্গাপূজা।এটি পালন করার জন্য সকলের সহযোগিতা কামনা করছেন তারা।