পিরোজপুরের কাউখালীতে এসএসসিতে জিপিএ-৫ ও মেধা বৃত্তি পাওয়া মেধাবী দুই শিক্ষার্থীকে শুভেচ্ছা উপহার হিসাবে ১ম বর্ষের বই প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার।বুধবার (১১ অক্টোবর) দুপুরে এসএসসিতে (২০২৩) জিপিএ-৫ ও মেধা বৃত্তি প্রাপ্ত উপজেলার উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুরাইয়া আক্তার লাবণ্য ও হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের মোঃ রাকিবু হাসানের হাতে বই তুলে দেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা।এসময়ে উপস্থিত ছিলেন সরকারি কাউখালী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম বাবু, উপজেলা প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন প্রমুখ।