বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় “হামুন” পরিস্থিতি মোকাবেলায় পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছেন।মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরিভাবে এক সভা করেছেন।প্রস্তুতি রাখা হয়েছে ৪৫টি আশ্রয় কেন্দ্র। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু’র সভাপতিত্বে ঘূর্ণিঝড় “হামুন” মোকাবিলায় প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা, এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, জাকারিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাও জনপ্রতিনিধিরা।সভায় দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে আলোচনা করেন। এছাড়া উপজেলা পর্যায়ের কর্মকর্তা- কর্মচারীদেরকে নিজ নিজ কর্মস্থলে থাকার জন্য বলা হয়েছে।