বরগুনার তালতলীতে মা ইলিশ রক্ষায় পায়রা নদীর বিভিন্ন অংশে মোবাইল কোর্ট অভিযান চালিয়েছে প্রশাসন।উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের বাস্তবায়নে শনিবার (২৮ অক্টোবর) রাতভর এ অভিযানে নেতৃত্ব দেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা, সহকারী কমিশনার ভূমি অমিত দত্ত, তালতলী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম খান ও উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম।১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন রাষ্ট্রের মূল্যবান মৎস্য সম্পদ মা ইলিশ রক্ষায় সরকারের মহৎ উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে রাতে পায়রা নদীর বিভিন্ন অংশে এ যৌথ অভিযানে পরিচালনা করেন প্রশাসন।মা ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা।তালতলী থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম খান বলেন, মৎস্য সম্পদ রক্ষার্থে সরকারের মহৎ উদ্দেশ্যকে সফল করতে পুলিশ বদ্ধপরিকর।