ঢাকায় বিএনপির মহাসমাবেশ দলটির নেতা–কর্মীদের সঙ্গে সংঘর্ষে মোঃ আমিরুল ইসলাম (৩২) নামের এক কনস্টবল নিহত হয়েছেন।শনিবার (২৮ অক্টোবর) বিকেল চারটার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত পুলিশ সদস্যের মোঃ আমিরুল ইসলাম মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সেকেন্দার আলী মোল্লার ছেলে।নিহত ওই পুলিশ সদস্য দৈনিক বাংলা মোড় এলাকায় দায়িত্বরত অবস্থায় বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছিলেন বলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন।নিহত পুলিশ সদস্যের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।মারধরে তাঁর ইউনিফর্ম ছিঁড়ে গেছে।এছাড়াও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের আরও ৪১ সদস্য আহত হয়েছেন বলে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে।আহত পুলিশ সদস্যদের ঢাকা মেডিকেল ও রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে।