1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল পটুয়াখালী ৩ নির্বাচনী আসনে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা কাউখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি, আহত ৪ আইনশৃঙ্খলার অবনতি উদ্বেগজনক – ইলিয়াস হোসেন মাঝি। শুধু আর্থিক সহায়তা নয়, সম্মাননা স্মারক শিক্ষার্থীদের মনে অনুপ্রেরণা জাগিয়ে রাখে -পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান পিরোজপুর প্রেসক্লাব নির্বাচনে রেজাউল ইসলাম শামীম সভাপতি তানভীর আহম্মেদ সম্পাদক

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় বাসে আগুন, আহত-১

  • প্রকাশিত: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৭২ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে গজারিয়ার বাউশিয়া এলাকায় একটি চলন্ত মিনিবাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।এ সময় আবু সুফিয়ান (৩৪) নামে এক যাত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রিফাত মল্লিক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, শনিবার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে মহাসড়কের বাউশিয়া এলাকায় ঢাকামুখী লেনের বিপরীত দিক থেকে ১০-১২টি মোটরসাইকেলে অন্তত ২০ থেকে ২৫ জন আসে।এ সময় তারা মিনিবাসটির গতিরোধ করে আগুন ধরিয়ে দেয়।এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাসটিতে।এ সময় আরও বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।পরে খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।তবে এর আগেই বাসটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়।এদিকে দূর্বৃত্তরা মিনিবাসে থাকা আবু সুফিয়ান নামে একজন যাত্রীকে মিনিবাস থেকে নামিয়ে মারধর করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে প্রেরণ করেন।উপজেলা স্বাস্থ্য কমপেক্সের জরুরি বিভাগের ওয়ার্ড বয় জলিল আহমেদ জানান, ফায়ার সার্ভিসের লোকজন সুফিয়ান (৩৪) নামের এক যুবককে হাসপাতালে নিয়ে আসে।তার শরীরে কোনো পোড়া চিহ্ন নেই। তবে মারধরের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি গজারিয়া উপজেলাতে।ঘটনা সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল থান্ডার খায়রুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓