ঢাকায় বিএনপি জামাতের মহাসমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে জাতীয় পর্যায়ে বিভিন্ন গণ-মাধ্যম কর্মীদের উপর হামলা, গাড়ি ভাঙচুর, ক্যামেরাসহ বিভিন্ন উপকরণ লুটপাট ও নিহত সাংবাদিকসহ সকল প্রকার সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে (৩০ অক্টোবর) গলাচিপা উপজেলা নির্বাহী অফিস সম্মুখে, উপজেলার সকল ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি কলামিস্ট মু. খালিদ হোসেন মিল্টন। আরো বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার বাবু শংকর লাল দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সোহাগ রহমান।উক্ত মানববন্ধন ও সমাবেশ কে উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সিনিয়র সহ-সভাপতি হাজী মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সরদার মু. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, দপ্তর সম্পাদক সমীর দেবনাথ, আওয়ামী লীগ নেতা কাওসার তালুকদার সহ স্বাধীনতার স্বপক্ষের সুধীজন একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ করে।সমাবেশে প্রেসক্লাব সভাপতি বলেন, অবিলম্বে সাংবাদিকদের উপর যে সমস্ত সন্ত্রাসীরা হামলা করছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানায়।