মুন্সীগঞ্জে সিরাজদিখানে নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে জায়গা ভরাট করার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০০ মিটার পাইপ ভেঙে দেওয়া হয়েছে ও ৩ লক্ষ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা।বুধবার (১ নভেম্ব)বিকালে উপজেলার মালখানগর ইউনিয়নের ফেগুনাসার অবস্থিত মডেল কোল্ড স্টোরেজ তালতলা-ডহরী খাল থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে জায়গা ভরাট করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা বালুমহল ও মাটি ব্যবস্থাপন আইনে ২০১০ এর ১৫ (১) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ লক্ষ টাকা জরিমানা করেন ও এসময় ১০০ মিটার পাইপ ভেঙে দেওয়া হয়।এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো:আবু সাঈদ শুভ্র।এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা বলেন, উপজেলার মালখানগর ইউনিয়নের ফেগুনাসার মডেল কোল্ড স্টোরেজ তালতলা-ডহরী খাল থেকে সরাসরী অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করে জায়গা ভরাট করার দায়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপন আইনে ২০১০ এর ১৫ (১) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ লক্ষ টাকা জরিমানা করেন ও এসময় ১০০ মিটার পাইপ ভেঙে দেওয়া হয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।