সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধ্যা নদীতে ইলিশ শিকারের অপরাধে পিরোজপুরের কাউখালীতে ভ্রাম্যমাণ আদালতে তিন জেলের জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধায় উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বায়েজিদুর রহমানের ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।জানাযায়, কাউখালীর নৌ পুলিশ সন্ধ্যা নদীতে অভিযান পরিচালনা করে আমরাজুড়ি এলাকা থেকে আইন অমান্য করে ইলিশ ধরায় নেছারাবাদ উপজেলার ব্যাসকাঠি গ্রামের আব্দুল হক শেখের ছেলে হিরন শেখ (৩০), কাউখালী উপজেলার গন্ধবপুর আবাসনের আব্দুল ছালেক সরদারের ছেলে স্বপন সরদার (৪০) ও একই এলাকার মোঃ আল মাসুন মাঝির ছেলে স্বজল মাঝি (২১) আটক করেন। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।এছাড়া অভিযানের সময়ে জব্দকৃত ৫ কেজি ইলিশ মাছ স্হানীয় একটি এতিম খানায় বিতরন করা হয়।