1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়া আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার গজারিয়া ৫ম শ্রেনির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত পিরোজপুরে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ আনা মামলায় খালাশ তারেক রহমান গজারিয়া প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গজারিয়া হাটবাজার সরকারি জায়গায় দখল মুক্তে গজারিয়ায় পরিচ্ছন্ন অভিযান পবিপ্রবিতে বরিশাল বিভাগীয় কোর্স ফর রোভার মেট-২০২৪’র উদ্বোধন কাউখালীতে ডে নাইট শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন পবিপ্রবিতে কৃষি গুচ্ছের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু, বাধ্যতামূলক ডোপটেস্ট  কাউখালীতে ট্রলার দূর্ঘটনায় শ্রমিকের মৃত্যু পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযানে ২ মাদক কারবারি গ্রেপ্তার

ঝুকিপূর্ণ পবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৯৩ বার পড়া হয়েছে

জলাবদ্ধতা, লম্বা লম্বা ঘাস কিংবা সারি সারি কচু গাছে আচ্ছাদিত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কেন্দ্রীয় খেলার মাঠ। নেই যথাযথ তদারকি। মাসের পর মাস ধরে পড়ে আছে অবহেলা ও অব্যবস্থাপনায়।কেন্দ্রীয় খেলার মাঠের এ অব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের কর্তৃপক্ষের দিকে প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের শারিরীক ও মানসিক বিকাশে খেলাধুলাকে ইতিবাচক প্রভাবক হিসেবে ধরে নেওয়া হয়। অথচ মাসের পর মাস ধরে বিশ্ববিদ্যালয়ের একমাত্র খেলার মাঠের এ দুর্দশায় শিক্ষার্থীদের খেলাধুলা ও শরীরচর্চা অনেকাংশেই বিঘ্নিত হচ্ছে।ঘাস কাটা, রোলিং করা কিংবা জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষ প্রায়শই উদাসীনতার পরিচয় দিয়ে থাকেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।তাছাড়া এভাবে দিনের পর দিন অব্যবস্থাপনায় ফেলে রাখায় খেলাধুলার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে এ মাঠটি।ইতোমধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী খেলতে যেয়ে আহত হয়েছেন এ মাঠে৷এসব ঘটনার পরিপ্রক্ষিতে গত ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠটি সংস্কারের দাবি জানিয়ে একটি আবেদন জমা দেন সাধারণ শিক্ষার্থীরা।তবুও কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোন ধরনের পদক্ষেপ নেননি।তাছাড়া এ বছর জুন মাসের পর গত ৫ মাস ধরে বিশ্ববিদ্যালয়ে কোন ধরণের খেলাধুলা আয়োজিত হয়নি।যা নিয়েও শিক্ষার্থীদের মাঝে রয়েছে চাপা ক্ষোভ। বিশ্ববিদ্যালয়ে সুস্থ ও স্বাভাবিক খেলাধুলা এবং শরীরচর্চার পরিবেশ ফেরাতে বর্তমানে কেন্দ্রীয় খেলার মাঠটিকে যথাযথ সংস্কার ও পরিচর্যার দাবি শিক্ষার্থীদের।একই সাথে হ্যান্ডবল ও ভলিবলসহ অন্যান্য খেলার জন্য বিকল্প মাঠের প্রয়োজনীতার কথা জানান তারা।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থী প্রান্ত প্রতিম পাল বলেন,”বিশ্ববিদ্যালয়ের উদাসীনতা ও অবহেলায় কেন্দ্রীয় খেলার মাঠটি বছরের ৬ মাসই পানির নিচে ডোবা হয়ে থাকে।পরে ৩ মাসে সকল খেলাধুলা তড়িঘড়ি করে আয়োজন করা হয়, যা সকল শিক্ষার্থীর জন্য অংশগ্রহণমূলক হয় না। অবিলম্বে এসব সমস্যার সমাধান দরকার।”বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী হাবিবুর রহমান লাজুক বলেন,”অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করলেই বোঝা যাবে এ বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা বিভাগের কি অবস্থা! কেবলমাত্র দায়সারা কয়েকটি টুর্ণামেন্টই কি শারিরীক শিক্ষা বিভাগের কাজ? এ ছাড়া আর কোন কাজ নাই?”এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ আবু হানিফকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান,”বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা বিভাগে বেশ কিছু প্রতিবন্ধকতার কারণে সব কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হচ্ছে না।তবে শিক্ষার্থীদের উত্থাপিত মাঠের সমস্যা সমূহ দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।”এ সময় খেলাধুলার আয়োজন সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,”বিশ্ববিদ্যালয়ের ইনডোরের সংস্কার কাজ চলমান থাকায় এ মুহুর্তে কোন ধরণের ইনডোর প্রতিযোগীতা সম্ভব নয়, তবে এ বছর নভেম্বরের ভেতর ফুটবল টুর্ণামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓