‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই স্লোগানে পিরোজপুরের কাউখালীতে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে শনিবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয।এ সময় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।র্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা সমবায় অফিসার মোঃ হাসান রকি এর সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি মো: বায়েজিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু।অন্যান্য মধ্যে বক্তব্য রাখুন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে সাবেক ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদা, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, সদর ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান, বিআরডিবির সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ, সফল সমবায় সদস্য মোঃ মশিউর রহমান, নুরুল আমিন, প্রেসক্লাবের সভাপতি এনামুল হক প্রমুখ।