1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক মে দিবস পালিত কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক মে দিবস পালিত মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীতে সন্তানের স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছে অসহায় স্ত্রী-সন্তান ফুলপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে  আন্তর্জাতিক মে দিবস পালিত ইন্দুরকানীতে আড়াই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জেলে গ্রেফতার কালীগঙ্গা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা কাউখালীতে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা আদায় মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে কবর খুঁড়ে ১৪টি কঙ্কাল চুরি জুয়ায় আসক্ত ছেলের বিরুদ্ধে থানায় মামলা করলেন বাবা, ছেলে গ্রেফতার 

সিরাজদিখানে নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১০০ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৪,৫,৬ নং নারী ইউপি সদস্য এবং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মহিলা সম্পাদক ভালবাসা রাজবংশীকে মারপিট করার অভিযোগ উঠেছে একই ওয়ার্ডের সাবেক পুরুষ সদস্য আব্দুল বাকের মোড়লের ছেলে ও তার লোকজনের বিরুদ্ধে। শেখরনগর ইউনিয়নের দক্ষিহাটী আব্দুল মাস্টারের বাড়ি সংলগ্ন এ ঘটনা ঘটে।এ বিষয়ে গতকাল সোমবার দুপুরে সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শেখরনগর ইউনিয়নের আব্দুল মাস্টারের ছেলেদের সাথে বর্তমান ইউপি সদস্য ভালবাসা রাজবংশীর রাস্তার জায়গা নিয়ে সমস্যা হয় একই বিষয়ে শেখরনগর ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল বাকের মোড়লের সঙ্গে নারী ইউপি সদস্য ভালবাসা রাজবংশীর বিরোধ চলে আসছিলো।এর জের ধরে রবিবার সকালে শেখরনগর ইউনিয়নের দক্ষিনহাটী আব্দুল মাস্টারের বাড়ি সংলগ্ন উভয়ের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়।এক পর্যায়ে আব্দুল বাকের মোড়লের ছেলেসহ তার লোকজন ওই নারী সদস্যকে বেধড়ক মারপিট করে আহত করে।ইউপি সদস্য ভালবাসা রাজবংশী বলেন,আমাকে রাস্তায় একা পেয়ে আব্দুল বাকের মোড়লের ছেলে ও তার লোকজন পেটে লাথি মেরে মারপিট করে আহত করে।এ ব্যাপারে আমি মঙ্গলবার সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছি।শেখরনগর ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল বাকের মোড়ল বলেন,নারী ইউপি সদস্যে অমার সাথে কথা কাটাকাটি করলে,আমি প্রতিবাদ করেছি।তবে মারপিটের কোন ঘটনা ঘটেনি।এ বিষয়ে শেখরনগর ইউপি চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল বলেন,ইউপি সদস্যদের মারপিটের ঘটনার কথা শুনেছি উপজেলায় লিখিত অভিযোগ হয়েছে।এ ব্যাপারে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহম্মেদ বলেন,নারী সদস্যকে মারপিটের ঘটনায় আজ লিখিত অভিযোগ পেয়েছি।তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓