1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়া চিহ্নিত সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া, গুলিবিদ্ধ ৩ ইন্দুরকানীতে সিএনজির ধাক্কায় পান বিক্রেতার মৃত্যু শ্রীপুরে বিএনপির মৌন মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাউখালীতে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় পুলিশ সদস্যকে অব্যাহতি মঠবাড়িয়ায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ছাত্রদল কর্মীর মৃত্যু পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই স্বরণ ও চলচ্চিত্র প্রদর্শনী ‎জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে খুন, ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড ‎ পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশ সফল করার জন্য পিরোজপুরে মিছিল অনুষ্ঠিত

সিরাজদিখানে রাস্তা নির্মাণে বাধা, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১২০ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ২০২২-২৩ অর্থ বছরের অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ (IRIDP-3) প্রকল্পের রাস্তা নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার শেখরনগর ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ড মহিলা সংরক্ষিত ইউপি সদস্য ভালবাসা রাজবংশীর বিরুদ্ধে।নির্মাণ কাজে বাধা দেওয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ করে প্রতিবাদ করেছে শিক্ষার্থী ও ঐ এলাকার কয়েক শত বিভিন্ন শ্রেনী পেশার নারী-পুরুষ।পাশাপাশি দ্রুত রাস্তাটি নির্মাণের দাবী জানিয়েছেন তারা।সরোজমিনে গিয়ে জানা যায় উপজেলার শেখরনগর ইউনিয়নের দক্ষিহাটি কালী মন্দির হতে মোসলেম মাদবরের বাড়ি পর্যন্ত দীর্ঘদিনের পুরাতন কাঁচা রাস্তায় ১হাজার মিটার কার্পেটিংয়ের কাজ করছে মোজাম্মেল হোসেন ঠিকাদারি প্রতিষ্ঠান।এতে শেখরনগর ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ড মহিলা সংরক্ষিত ইউপি সদস্য ভালোবাসা রাজবংশীর বাড়ি সামনের কিছু জায়গা রাস্তায় পরার দাবী করে রাস্তা নির্মাণ কাজে বাধা দেন তিনি।এতে রাস্তার কাজ বন্ধ হয়ে যায়।এবিষয়ে মহিলা সংরক্ষিত ইউপি সদস্য ভালোবাসা রাজবংশীর বিরুদ্ধে বিক্ষোভ করেন এলাকাবাসী।মোজাম্মেল হোসেন ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী আ:মোতালেব জানান,আমরা সমস্ত রাস্তার কাজ ভালোভাবে করতে পারলেও ঠিক মহিলা মেম্বারের বাড়ি বরাবর আসলে মহিলা মেম্বার অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাদের রাস্তায় ব্যবহারিত জিনিসপত্র ছুড়ে ফেলে রাস্তার কাজ বন্ধ করে দেয়।
ঐতিহ্যবাহী রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশনের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী স্বর্না জানান,এই রাস্তাটিতে যদি কার্পেটিং হয় আমাদের স্কুলে যাতায়াতের জন্য খুব সুন্দর হয়।এখন যে অবস্থায় রাস্তাটি আছে একটু বৃষ্টি হলেই হাটু সমান পানি জমে কাঁদা হয়।আমাদের স্কুলে যেতে সমস্যা হয়।শেখরনগর দক্ষিহাটি রাজবংশী পাড়া পুজা কমিটির সভাপতি মাহেন্দ্র চন্দ্র রাজবংশী জানান, দীর্ঘদিনের কাঁচা এই রাস্তাটি কার্পেটিং হওয়া আমাদের খুব প্রয়োজন এ রাস্তা দিয়ে প্রতিদিন কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষ চলাফেরা করে আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যায় রোগী নিয়ে এ রাস্তা দিয়ে যেতে হয় রাস্তাটি হলে আমাদের খুবই উপকার হবে কিন্তু আমাদের মহিলা মেম্বার ভালোবাসা রাজবংশী বিশৃঙ্খলা সৃষ্টি করে রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে।এই রাস্তাটি শুধু আমাদের প্রয়োজন না কয়েকটি ইউনিয়নের হাজার মানুষের প্রয়োজন।এবিষয়ে শেখরনগর ইউনিয়ন পরিষদ ৪,৫,৬ নং ওয়ার্ড মহিলা সংরক্ষিত ইউপি সদস্য ভালোবাসা রাজবংশী জানান, আমি রাস্তার কাজে কোন বাধা দেইনি রাস্তার জায়গা নিয়ে আমার একটু ঝামেলা ছিল চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল এসে সমাধান করে দিয়েছে কিন্তু চেয়ারম্যান চলে যাওয়ার পরে কয়েকজন ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে আমি এর বিচার চাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓