গত ২৮ অক্টোবর ঢাকায় দায়িত্ব পালনকালে দূর্বত্তদের হামলায় একাধিক সাংবাদিক হতাহতের ঘটনায় পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১০ নভেম্বর) সকাল ১১ টায় কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের আয়োজনে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মেজবাহউদ্দিন মাননু।এ সময় বক্তব্য রাখেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এইচ আর মুক্তা, সাবেক সভাপতি এসকে রঞ্জন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, ৭১ টিভির কলাপাড়া সংবাদদাতা মিলন কর্মকার রাজু, কুয়াকাটা প্রেসক্লাবের সদস্য সাইদুর রহমান, রাসেল মোল্লা, ইমন আল আহসান প্রমুখ।বক্তারা অবিলম্বে সারাদেশে সাংবাদিক নির্যাতনের জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।