মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী গ্রামে শালিশ বৈঠকে ইউপি চেয়ারম্যানের সামনে পিতা পুত্রকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় পিতা দেলোয়ার হোসেন(৭০)বাদি হয়ে টংঙ্গীবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছেন।জানাগেছে, উপজেলার কাইচাইল গ্রামের দেলোয়ার হোসেন এর সাথে পাশের সুবচনী গ্রামের ইকবাল (৩৫),লতিফ(৫৫) ও জহরপুরা গ্রামের আবুল হোসেন(৭২), মৃদুল(২৫)গংদের সাথে জমি নিয়া বিরোধ চলিয়া আসিতেছে।এ নিয়ে আদালতে একাধিক মামলা চলমান আছে পরে গত শনিবার সন্ধায় এ বিষয় নিয়ে আউটশাহী ইউনিয়নের চেয়ারম্যনের বাড়িতে সালিশ বৈঠক বসে।সালিশ বৈঠকে কথা কাটাকাটির জের ধরিয়া উক্ত ব্যাক্তিরা বৃদ্ধ দেলোয়ার হোসেন (৭০)ও তার ছেলে সাদ্দাম হোসেন সাব্বিরকে(৩০) পিটিয়ে ও কুপিয়ে জখম করে।পরে এলাকাবাসী সাব্বিরকে উদ্ধার করে টংঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে।এ ব্যাপারে টংঙ্গীবাড়ী থানার ওসি রাজিব খান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।