মুন্সীগঞ্জ হরতাল,অবরোধ নৈরাজ্যের বিরুদ্ধে শ্রীনগরে আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১২ নভেম্বর) বেলা ১১ টায় শ্রীনগর ছনবাড়ি চৌরাস্তায় এ কর্মসূচি পালিত হয়।শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক মো:মশিউর রহমান মামুনের নেতৃত্বে শান্তি সমাবেশে অংশগ্রহণ করেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য এম মাহবুব উল্লাহ কিসমত,শ্রীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু,হাজী আব্দুস সালাম,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন,হাঁসাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব,কুকুরটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন মিন্টু,শ্রীনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শেখ আলমাস, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,পাটাভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রায়হান মাহমুদ মিঠুন, যুবলীগের সাধারণ সম্পাদক নেছার উল্লাহ সুজন,আতাহার হোসেন প্রমুখ।