মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক দেশের বেশ কটি উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিসহ গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন।আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৫ম পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমিসহ গৃহ প্রদান করা হবে।সিরাজদিখান উপজেলায় ৫ম পর্যায়ে ১৮ টি পরিবারকে এ ঘর দেওয়া হবে। প্রেস ব্রিফিং এ উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ জানান মাননীয় প্রধানমন্ত্রী সিরাজদিখানের কার্যক্রমের উদ্বোধন করবেন এবং ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষনা করবেন।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি উম্মে হাবিবা ফারজানা, উপজেলা প্রকৌশলী মো: রেজাউল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা,সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল,সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুলসহ প্রেসক্লাবের সাংবাদিক,বিভিন্ন ইউপি চেয়ারম্যান এবং সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।