পিরোজপুরের কাউখালীতে ব্র্যাক ও আমড়াঝুরি ইউনিয়ন পরিষদের সমন্বয়ে বাল্য বিয়ে প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মঙ্গলবার (১৪ নভেম্বর) ব্র্যাকের পিরোজপুর জেলা ব্যবস্থাপক (সেলফ) মোঃ জাহাঙ্গীর হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান শংকরী রানী কুন্ডু,ইউপি সচিব কপিল চন্দ্র মিস্ত্রি সহ ইউপির সকল সদস্যগণ, গ্রাম পুলিশ, কাজী, ইমাম, পুরোহিত এবং এলাকার গন্যমান্য ব্যক্তিরা।সভায় বক্তারা বাল্য বিয়ে প্রতিরোধে নিজেদের বিভিন্ন কর্ম পরিকল্পনা আলোচনার মাধ্যমে তুলে ধরেন এবং যার যার অবস্থান থেকে বাল্য বিয়ে প্রতিরোধে আন্তরিক ভাবে কাজ করার জন্য অঙ্গীকারাবদ্ধ হন।সভায় কাজী ইমাম সহ পুরোহিত গন তাদের নৈতিক চেতনা বোধ থেকে বাল্যবিয়ে বন্ধে বিশেষ ভূমিকা পালন করবেন বলে মতামত ব্যক্ত করেন।এছাড়া ও কিশোরীরা এবং তাদের অভিভাবকরা যাতে সচেতন হয় সে ব্যাপারে কাউন্সিলিংয়ের জন্য সুপারিশ করেন।