মুন্সীগঞ্জ ডেলটা জীবন :সমৃদ্ধ জীবন -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সময়ের বিবর্তনে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তাদের প্রতিষ্ঠার ৩৮তম বছরে পদার্পণ করেছে।৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রবিবার(১৯ নভেম্বর) ডেলটা লাইফের মুন্সীগঞ্জ কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।এসময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ সার্ভিস সেন্টার ইনচার্জ রহমত উল্লাহ দিদার,মুন্সীগঞ্জ জেলার জেনারেল ম্যানেজার সামসুল আরফিন সোহেল, ডেপুটি জেনারেল ম্যানেজার রাসেল পোদ্দার,অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম,পরিমল পাতর, আলমাছ বেপারী,ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল হাকিম, সাইফুল ইসলাম নিকছন, মোজাফফর হোসেন,আবুল কালাম,খালেদ হোসেন স্বপন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।প্রতিষ্ঠানটি ইতোমধ্যে আস্থা, নিয়মানুবর্তিতা,প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার শীর্ষ অবস্থানে থেকে বিরল দৃষ্টান্ত স্থাপনপূর্বক একটি স্মার্ট জীবন বীমা কোম্পানির উদীয়মান রোল মডেল হিসেবে অবদান রাখার ক্ষেত্রে বাংলাদেশের বীমা শিল্পে ভিন্ন মাত্রা যোগ করেছে।ডেলটা লাইফের আধুনিক ও গুণগত মার্কেটিং,আকর্ষণীয় ও উদ্ভাবনমূলক বীমা পরিকল্প প্রণয়ন,ব্যাপক প্রচার-প্রচারণার লক্ষ্যে ব্র্যান্ডিং,স্ট্র্যাটেজিক বিজনেস প্ল্যানিং, গবেষণা ও উন্নয়ন,যাচাই প্রক্রিয়া অনুসরণ, টেকসই কর্মপন্থা প্রণয়ন, দীর্ঘমেয়াদী নিরাপদ বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন কর চলছে।উল্লেখ্য,ডেলটা লাইফ ইন্সুরেন্স কোম্পানি কমপ্লায়েন্সের ক্ষেত্রে শতভাগ নিয়ম ও নীতিমালাসমূহ পুংখানুপুংখভাবে পরিপালনে আপোষহীন। ডেলটা লাইফের ১ কর্মদিবসে বীমা দাবি নিষ্পত্তিসহ দাবি পরিশোধের হার ৯৯.৫%, রিনিউয়ালের হার ৮০% এর অধিক।এছাড়াও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার খরচ বীমা আইন অনুযায়ী অনুমোদিত ব্যয়সীমার মধ্যে সীমিত রাখার ক্ষেত্রেও ডেলটা লাইফ উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে।