1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পবিপ্রবিতে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী শ্যামাকালী পূজা ও দীপাবলি উৎসব মুন্সিগঞ্জে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক ২ এমপিসহ ১৪২ জনের নামে মামলা মুন্সীগঞ্জ জামাতের প্রতিটি কর্মীকে দা ইলাল্লাহর ভূমিকা পালন করতে হবে: এডভোকেট মশিহুল আলম পবিপ্রবির নতুন একাডেমিক প্রোফাইলে শহীদ  আবু সাঈদের প্রতিচ্ছবি পবিপ্রবিতে বায়োচারসমৃদ্ধ সার ব্যবহারের মাধ্যমে কৃষিতে সারের ব্যবহার দক্ষতা বৃদ্ধি শীর্ষক ওয়ার্কশপ কাউখালীতে প্রতিপক্ষকে ফাঁসাতে প্রতিমা ভাংচুর, আটক ১ পবিপ্রবিতে জিএসটি গুচ্ছভুক্ত ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ  নলছিটি সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষর সাথে সৌজন্য সাক্ষাৎ ছাত্রদলের বাসের ধাক্কায় ববি শিক্ষার্থী নিহত কাউখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষকের বিদায়ী সংবর্ধনা

মুন্সীগঞ্জ জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৯৮ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ ২০২৩ ইং মাসের জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) তৌহিদ ত্রলাহী।উপস্থিত ছিলেন,সদস্য সচিব,বাংলাদেশ কৃষি ব‍্যাংক, মুন্সীগঞ্জ অঞ্চলের,উপ-মহাব‍্যবস্থাপক মোঃ রেজাউল করিম আকন্দ,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,মুন্সীগঞ্জ,সহকারী পরিচালক যুব উন্নয়ন কর্মকর্তা মুন্সীগঞ্জ,উপ-পরিচালক, বিএডিসি(বীজ বিপনন),বাংলাদেশ কৃষি ব‍্যাংক, মুখ‍্য আঞ্চলিক কার্যালয় মুন্সীগঞ্জ এর কর্মকর্তা মোঃ বায়েজীদ ইশতিয়াক,মুন্সীগঞ্জ সম্পস এবং সকল ব‍্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সদস্য বৃন্দ।সভাপতি মহোদয় উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন।অতঃপর সভাপতির অনুমতিক্রমে সদস্য সচিব বিগত ১৯-১০-২০২৩ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী পাঠ করে শুনান।কার্যবিবরণী পাঠাস্তে কোন সংশোধনী না থাকায় সর্বসম্মতিক্রমে সেটি দৃঢীকরণ করা হয়।সভাপতি মহোদয় বিডিবিএল,আনসার ভিডিপি, বেসিক ব‍্যাংক সভায় অনুপস্থিত থাকায় ব‍্যাখ‍্যা তলব করতে বলেন।জনতা ব‍্যাংক ও অগ্রনী ব‍্যাংকের আমদানী বিকল্প নিয়ে আলোচনা করেন।সভাপতি মহোদয় মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প‍্যাকেজের বিতরণ নিশ্চিত করার পরামর্শ প্রদান করেন।এছাড়া কৃষি ঋণ বিভাগ,বাংলাদেশ ব‍্যাংক এর এসিডি সার্কুলার নং-০৫ এবং এসিডি সার্কুলার নং-০৭ এর বিষয়ে ও আলোচনা করা হয়।এমতাবস্থায় সকল ব‍্যাংক/আর্থিক প্রতিষ্ঠানকে তাদের লক্ষ‍্যমাত্রা অনুযায়ী নিদিষ্ট সময়ের মধ‍্যে বিতরণের নির্দেশনা প্রদান করা হয়।২০২৩-২০২৪ অর্থবছরে আমদানী বিকল্প শস‍্য খাতে ঋণ বিতরণ বিষয়ে আলোচনা করা হয়।লক্ষ‍্যমাত্রা অনুযায়ী আমদানী বিকল্প শস্য খাতে শতভাগ ঋণ বিতরণের পরামর্শ প্রদান করা হয়।সার্টিফিকেট মামলা নিষ্পত্তি নিয়মিত করার জন‍্য সাটিফিকেট অফিসারকে নির্দেশ প্রদান করা হয়।পুরনো লোন নিষ্পত্তি করার ব‍্যবস্থা নিতে হবে এক্ষেত্রে সদস্য সচিব মামলা নিষ্পত্তির ক্ষেত্রে সীমাবদ্ধতা ও তার সমাধানের জন‍্য ওয়ারেন্ট ইস‍্যু নিয়মিত করার আবেদন করেন,সভাপতি এ ব‍্যাপারে সাটিফিকেট অফিসারকে নিদেশ প্রদান করেন ও পুলিশ প্রশাসনের সহায়তা নেয়ার নির্দেশনা প্রদন করেন।ছোট লোন বড় লোন নির্বিশেষে সব আদায় করার ব‍্যবস্থা নিতে হবে।হোয়াটস‍অ‍্যাপ গ্রুপে এবং মেইলে স্টেটমেন্ট দিতে হবে সঠিক সময়ে।অন‍্য কোন আলোচনা না থাকায় সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓