মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ ৩ আসনে এডভোকেট মৃনাল দাসকে ৩য় বারের মত আওয়ামী লীগের নৌকা মনোনয়ন দেওয়ার গজারিয়ায় আনন্দ মিছিল।বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনের আওয়ামী লীগের নৌকা মনোনয়ন চুড়ান্ত নামের তালিকা প্রকাশ করেন।এর মধ্যে ১৭৩ আসনের মুন্সীগঞ্জ-৩ নে ৩য় বারের মত বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এডভোকেট মৃনাল কান্তি দাস এর নাম প্রকাশ করা হয়।এ খুশিতে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও গজারিয়া উপজেলা সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান প্রধান এর নেতৃত্বে এক আনন্দ মিছিল করা হয়।মিছিল টি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষ করেন।আনন্দ মিছিলে আরো উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সারোয়ার আহম্মেদ ফরাজী, গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হারুন মোল্লা, গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মামুন মেম্বার, ছাত্র লীগের সাধারণ সম্পাদক ইউনুস প্রধান, সাবেক ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আরো অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিল আনন্দ মিছিলে।