দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উৎসব ও প্রতিযোগীতামূলক করতে দলীয় মনোনয়ন বঞ্চিতদের সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করতে উৎসাহ প্রদান করায় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে পিরোজপুরের কাউখালীতে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজের পক্ষে আনন্দ মিছিল করেছে উপজেলার সর্বস্ত জনসাধারণ।সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্হানে গিয়ে শেষ হয়। মিছিলে শেষে পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু, ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল আহম্মেদ সুমন, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, গাজী সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মামুন হোসাইন বাবলু জমাদ্দার, সাবেক ইউপি চেয়ারম্যান সিকদার মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রিছাদ হাওলাদার, সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ সীমান্ত প্রমুখ।