দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শরীফ আহমেদ কে বিজয়ী করতে ফুলপুর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ফুলপুর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক,নৌকা মনোনীত প্রার্থী শরীফ আহমেদ এমপি।উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য আলহাজ্ব মোঃ মোজাহারুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক সফল ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগ পৌর আ’লীগ ও অঙ্গসংগঠন এবং, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আ’লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে।একই সঙ্গে এই আসনে আওয়ামী লীগের প্রার্থীকে নির্বাচিত করতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সভা-সমাবেশ আয়োজন করতে হবে।