নাজমুল হক মুন্না,উজিরপুর বরিশাল প্রতিনিধি :
বরিশাল জেলার উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন আনুষ্ঠানিক ভাবে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল দশটায় বরিশাল জেলার আগৈঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।তিনি প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে উজিরপুরে যোগদান করে বিশেষ কর্মদক্ষতার সাথে সকলের মন জয় করে নেন।তিনি পদোন্নতি পেয়ে ২০২২ সালের মার্চ মাসে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন তার ঠিক এক বছর নয় মাসের মধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনারের বিশেষ নির্দেশনায় অন্যত্র বদলি হয়ে যান।তিনি এই এক বছর নয় মাসে উজিরপুর উপজেলা সরকার ঘোষিত “আশ্রয়ন” প্রকল্পের ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রায় ১৩ টি ক্লাসটারে ৪৩৮টি ঘর নির্মাণ করে ভূমিহীন ও গৃহহীনদের দলিলসহ ঘর হস্তান্তর করেন। তিনি ভূমিহীন ও গৃহহীনদের অত্যন্ত স্বচ্ছতার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করে জেলার শ্রেষ্ঠ নির্বাহী কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে।