নিজস্ব প্রতিবাদক
কুমিল্লা মেঘনা উপজেলাধীন লুটেরচর ওদড়ি লুটেরচর কেন্দ্রীয় শাহী ঈদ ময়দানে অবস্হিত আল্লাহর ৯৯নামের স্তম্ভ পরিদর্শন করেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য জনাব কাইয়ুম হোসাইন এবং পরিদর্শনকালে তিনি কুমিল্লা জেলা পরিষদের পক্ষ থেকে একটি সরকারি বরাদ্দ দেওয়ার কথা প্রতিশ্রুতি ব্যক্ত করেন।এই সময় উপস্থিত ছিলেন আদালতের রায়ে ঘোষিত ৭নং লুটেরচর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোজাম্মেল হক হাউদ, লুটেরচর ও দড়ি লুটেরচর শাহী ঈদ গা কমিটির কোষাধ্যক্ষ সার্জেন্ট (অবঃ)আব্দুল ওয়াদুদ জিন্নাহ, মেঘনা উপজেলায় তাতীলীগের সদস্য সচিব জনাব মহসিন হাউদ, আওয়ামী লীগ নেতা ইন্জিনিয়ার মমিনুল ইসলাম, মেঘনা উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রাজীব হাউদ,বিশিষ্ট ব্যবসায়ী জনাব রেজাউল সরকার, লুটেরচর ১নং ওয়ার্ড মেম্বার জনাব রোকন উদ্দিন শিকদার প্র মুখ।