1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত খুলনায় লেবার পার্টির সমাবেশে ডাঃ ইরান গনহত্যায় জড়িত আওয়ামী লীগের রাজনীতির নিষিদ্ধ করতে হবে কাউখালীর ৫ শতাধীক ব্যক্তির কোটি টাকা হাতিয়ে উধাও মোবাইল অ্যাপ কোম্পানি ভেড়ামারায় খেলোয়াড়দের মাঝে খেলা সামগ্রী বিতরণ কাউখালীতে মোবাইলে পাবজি গেম খেলায় ৭ ছাত্র আটক, মুচলেকা নিয়ে ছাড় এসএসসির গণিতে ফেল: ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ভান্ডারিয়া উপজেলা বিএনপির কমিটি গঠন, সুমন সভাপতি : মনির সাধারণ সম্পাদক নাজিরপুরে পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক কমিটি ঘোষণা নাজিরপুর মুন্সীগঞ্জে থানার সামনে তিনটি বাস, জিপ, প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষে আহত ১৫ পিরোজপুরের ২ বিদ্যালয়ের সবাই ফেল

উজিরপুরে হয়রানির থেকে রক্ষা পেতে সংখ্যালঘু পরিবারের মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৯৩ বার পড়া হয়েছে

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :

বরিশালের উজিরপুরে অসহায় দরিদ্র সংখ্যালঘু পরিবারের জমি দখল ও মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার।রোববার (১৭ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের শাসের আলীর ছেলে আমির হোসেন আকন ওরফে আমির মহুরী (৪৫), শিকারপুর ইউনিয়নের মাদার্শী গ্রামের মৃত সেকান্দর আলী হাওলাদারের ছেলে সোলায়মান হাওলাদার (৫৫), ধামসর গ্রামের জলিল খলিফা(৫০) ও বরাকোঠা গ্রামের রোজীনা বেগম (৩৭) এর বিরুদ্ধে ঘন্টা ব্যাপী মানববন্ধনে শতাধিক এলাকাবাসীর উপস্থিতিতে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য করেন অসহায় সংখ্যালঘু পরিবারের হিরোলাল হালদার (৫৫), মতিলাল হালদার (৬৫), অর্পনা রানী(৪০), ডালিয়া হালদার(৫০), রোজীনা বেগমের মামলার শিকার তার স্বামী আজিজুল রাড়ী, স্থানীয় বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাওলাদার (৬৫), বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন হাওলাদার(৭৫) সহ অনেকে।মানব বন্ধনে বক্তারা বলেন, বরিশাল জজকোর্টের মহুরি পরিচয় দানকারী এবং উজিরপুর মডেল থানার সামনে আইনজীবী সহকারী পরিচয় দিয়ে অফিস খুলে প্রকাশ্যে থানার দরখাস্ত লেখার অজুহাতে বিভিন্ন অসহায় পরিবারকে মিথ্যা ও হয়রানী মামলায় জড়িয়ে নি:স্ব করার অভিযোগ উঠেছে আমির মহুরীও তার সহযোগ বিরুদ্ধে।মানববন্ধনে বক্তাদের দাবি, এই সংখ্যালঘু পরিবারের বিরুদ্ধে ৫ মাসে ধর্ষন, চাদাবাজি, ছিনতাই, চুরি, ডাকাতি, মারামারি সহ ২৪ টি মামলায় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা ও অভিযোগ দিয়ে হয়রানী করে চলছে।শুধু তাই নয় অসহায় পরিবারের বিরুদ্ধে বানারীপাড়া উপজেলার বিশারকান্দী গ্রামের শাহাবুদ্দিন বেপারীকে দিয়ে চাঁদাবাজি এবং বাকেরগঞ্জ থানার নেয়ামতি গ্রামের ঝুমুর হালদার কে দিয়ে ধর্ষণ মামলা,নিয়ামতি এলাকার অমল সরকারকে দিয়ে অর্থআত্মসাৎ সহ বিভিন্ন নামে বেনামে একেরপর এর মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করেছে।প্রকৃত পক্ষে এ সকল বাদীদের কোনো হদিস পাওয়া যাবে না।আর এ সকল বিরোধের মুলে হচ্ছে উপজেলার বামরাইল ইউনিয়নের ৬৭ নং ধামসর মৌজার ৪০৯ নং খতিয়ানের মাত্র ৬৬ শতাংশ জমি।আর এই জমি দখলের মিশনে নেমেছে আমির হোসেন আকন ওরফে আমির মহুরী, পুস্পরানী, ভবতোষ বেপারী, রেপতি রানী, সোলায়মান হাওলাদার, জলিল খলিফা ও রোজীনা বেগম সহ বিভিন্ন ব্যাক্তিদের দিয়ে জোর পুর্বক জমি দখলের চেষ্টা চালায়। এছাড়াও বরাকোঠা গ্রামের আজিজুল রাড়ীর বিরুদ্ধে তার স্ত্রী রোজীনা বেগমকে দিয়ে ৪টি মামলা ও বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ দায়ের করেন প্রতারক আমির মহুরী। তাদের এ অত্যাচার থেকে রেহাই পেতে আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রসাশনের উর্ধতন কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করেছে ভুক্তভোগী পরিবার গুলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓