কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যা থেকে ৫০ শয্যার নতুন ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সরোয়ার হোসেন চৌধুরী।শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে নির্মাণ কাজের তদারকির সময় কাজের অগ্রগতি দেখে অসন্তষ্ট প্রকাশ করেন।পাশাপাশি আগামী ২৮ দিনের মধ্যে মূল ভবনের নির্মাণ কাজ শুরু করার নির্দেশ দেন।এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বরিশালের তত্ত্বাবধায়ক প্রকৌশলী গোলাম মাহাবুব, পিরোজপুরের সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান প্রমুখ।