কাউখালী পিরোজপুর প্রতিনিধি :
বাংলাদেশ স্কাউটস্ কাউখালী উপজেলার নির্বাহী কমিটি কাউন্সিলের মাধ্যমে গঠিত হয়েছে।২৫ সদস্য বিশিষ্ট কমিটিতে উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা সভাপতি (পদাধিকারবলে ) সুব্রত রায় উপজেলা কমিশনার ও বাবর তালুকদার উপজেলা সম্পাদক নির্বাচিত হয়েছেন।সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান, পিরোজপুর জেলা স্কাউটস্ এর সম্পাদক মোঃ মনিরুজ্জামান, বাংলাদেশ স্কাউটস্ এর সহকারি পরিচালক মোঃ শফিকুল ইসলাম ও পিরোজপুর জেলা স্কাউটস্ এর সহকারি কমিশনার খালেদা আক্তার হেনা প্রমূখ।এছাড়া মোঃ নজরুজ্জামান সিকদারকে উপজেলা কাব লিডার ও বাবুল ঘোষকে উপজেলা স্কাউট লিডার নির্বাচিত করা হয়েছে।