কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজের পথসভা অনুষ্ঠিত।বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে কাউখালী উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নে ছালেকিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত পথসভায় মহিউদ্দিন মহারাজ বলেন, বৈষম্য দূর করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন পিরোজপুর-২ আসেনের সকল স্থানে সমান ভাবে পৌছে দিতে চাই।আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আমি আপ্রাণ চেষ্ট করে যাবো।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, সহ সভাপতি মাহমুদ খান খোকন, যুগ্ন সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মামুন হোসাইন বাবলু জমাদ্দার, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, মো. জাহাঙ্গীর হোসেন,লাইকুজ্জান মিন্টু, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অংগ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা, জনপ্রতিনিধি,সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।