মঠবাড়িয়া পিরোজপুর) প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট বর্জণ ও অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে জনমত তৈরীতে লক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় লিফলেট বিতরণ করেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরের দিকে পৌর শহরে উপজেলা বিএনপির আহবায়ক মোঃ রুহুল আমীন দুলাল ও পৌর বিএনপির আহবায়ক কেএম হুমাউন কবিরের নেতৃত্বে ১৫/২০ জন দলীয় নেতাকর্মী নিয়ে ভোটারদের ব্যবসা প্রতিষ্ঠানে ৫ দফা দাবী সম্বলিত লিফলেট বিতরণ করেন।ওই লিফলেটে ৭ জানুয়ারী ডামি ভোটের খেলা বর্জণ করুন, ভোট গ্রহনে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীগণ দায়িত্ব পালনে বিরত থাকুন, সরকারকে সকল প্রকার ট্যাক্স-খাজনা,ইউটিলিটি বিল ও অন্যান্য প্রদেয় স্থগিত রাখুন, ব্যাংকগুলো সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম বিধায় ব্যাংকে লেনদেন যথাসম্ভব এড়িয়ে চলুন ও রাজনৈতিক নেতাকর্মীসহ মিথ্যা ও গায়েবী মামলায় অভিযুক্তগণ মামলায় হাজিরা দেয়া থেকে বিরত থাকার আহবান জানান।উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. রুহুল আমিন দুলাল বলেন, ৭ জানুয়ারীর একতরফা নির্বাচনে জনগণ যাতে ভোট দিতে কেন্দ্রে না যায় সে বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে তারেক রহমানের পক্ষ থেকে ইতিমধ্যে অসহযোগ আন্দোলনের কর্মসূচির ঘোষণা করা হয়েছে।দল থেকে যে সকল কর্মসূচি আসবে তা আমরা মাঠে নেতা কর্মীদের নিয়ে বাস্তবায়ন করবো।