ফাতেমা আক্তার মাহমুদা ইভা নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আইন বৃহস্পতিবার (৪ জানুয়ারী) কলেজের ছাত্র সংসদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে স্বাগতম জানিয়ে ভিপি হাসান ও জিএস আমজাদের নেতৃত্বে মিছিল বের হয়।মিছিল নারায়ণগঞ্জ আইন কলেজ মিশনপাড়া থেকে ছেড়ে গোলচক্করে এসে শেষ হয়।ওই মিছিলটি চাষাড়া থেকে প্রধানমন্ত্রী আগমনের স্বাগতম জানিয়ে সাউন্ড করতে করতে ওসমান গনি স্টুডিয়ামে হাজির হয়।এ সময় উপস্থিত ছিলেন ছাত্র সংসদের জিএস হাসান, আমজাদ ,মিজান, ২০-২১ ব্যাচের ফাতেমা আক্তার মাহমুদা ইভা , ২০-২৩ আইরিন ,ইরানি শামিম, রাশেদ ,শারমিন সামিরা, শাহাদাত , ২২ -২৩ ব্যাচের ফারিয়া, দোলা। ২০-২১ লিজা, শান্তা, চম্পা, অন্যান্য সদস্য ব্যক্তিরা। ও ছাত্র-ছাত্রীরা প্রমূখ্য।