কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষার জন্য কাউখালী উন্নয়ন পরিষদের উদ্যোগে মাদককে না বলি, মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই এই শ্লোগানকে সামনে রেখে রবিবার (১৪ জানুয়ারী) প্রচার অভিযানে নামেন কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আঃ লতিফ খসরু।তিনি সকালে উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া বাজার থেকে এ প্রচার অভিযান শুরু করেন।পরে তিনি উপজেলার সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মাদকের কুফল সম্পর্কে সচেতন করে শিক্ষার্থীদেরকে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান।এসময় উদ্যোক্ত আঃ লতিফ খসরু বলেন, মাদক বিরোধী এই প্রচার অভিযান ধারাবাহিকভাবে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হবে।কাউখালী গান্ডতা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থী মাশরাফি জানান, খসরু কাকা আজ আমাদের বিদ্যালয়ে আসেন এবং আমাদের নিয়ে মাদক বিরোধী আলোচনা করেন।তার এই উদ্যোগে আমি আনন্দিত।একই বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাদিদ জানান, খসরু কাকার এই মাদক বিরোধী উদ্যোগকে স্বাগত জানাই এবং তার এই প্রচার অভিযানে কিছুটা হলেও মাদকের বিরুদ্ধে রুখে দাড়াবে ও সচেতন হবে সকলে।