নাসিম উদ্দীন ভেড়ামারা প্রতিনিধি :
কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) বেলা বারোটার সময় চন্ডিপুর হিরিমদিয়াড় চন্দনা নদী সংলগ্ন এক কিলোমিটার নতুন রাস্তার কাজের শুভ উদ্বোধন করেছেন।দীর্ঘদিন অবহেলিত উক্ত এলাকার গণমানুষের জন্য নেতৃবৃন্দের রাজনৈতিক উদ্যোগে এই নতুন রাস্তার কাজ শুরুর ব্যবস্থা করা হয়েছে।এসময় চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বুলবুল কবির, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ জোয়ারদার, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান, ভেড়ামারা রেলবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আবু দাউদ, চাঁদগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মেম্বার জুলফিকার আলী ভুট্টো, কুষ্টিয়া জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও চাদগ্রাম ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুল হাসান রানা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।