মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবাদক :
মুন্সীগঞ্জ মানুষ মানুষের কল্যানে এগিয়ে এসো”এ শ্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইতালী প্রবাসী বিল্লাল মিয়ার উদ্যোগে শীতার্ত মাদ্রাসার ছাত্রদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।ছাত্ররা কম্বল পেয়ে খুবই খুশী হতে দেখা গেছে।উপজেলার বালুচর ইউনিয়নের চরসাংহাদী গ্রামে আল-জামিয়াতুল ইসলামিয়া দারুলউলুম চরসাংহাদী মাদ্রাসায় এ শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।মাদ্রাসার মোহতামিম মুফতী মাহমুদ হাসান বলেন যারা মাদ্রাসা মসজিদে দান ও সহযোগিতা করেন তাদের জন্য প্রতিদিন বাদ যোহর বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।এ-সময় উপস্থিত ছিলেন,মাদ্রাসার সভাপতি রমিজউদ্দিন মাদবর, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন অপু,ইতালী প্রবাসী বিল্লাল মিয়ার পক্ষে ছোট ভাই সেলিম আহম্মেদ, ফারুক আহম্মেদ প্রমুখ।