কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালী প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথ ভাবে ডেন্টাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন।সোমবার (২২ জানুয়ারী) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ বায়েজিদুর রহমান নেতৃত্বে বিভিন্ন ডেন্টাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালতে সূত্রে জানাযায়, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন,২০১০ ও মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুসারে উপজেলার মা ওরাল হেলথ কেয়ার, সিদ্দিকি ডেন্টাল কেয়ার ও লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে তাদেরকে সতর্কীকরণ করেন ভ্রাম্যমাণ আদালত।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জননডাঃ ইশতিয়াক আহমদ আব্বাসী অনিক, স্যানিটারী ইন্সপেক্টর এস,এম, ইলিয়াস উদ্দিন ও কাউখালী থানা পুলিশের টীম।কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ বায়েজিদুর রহমান জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক গুণগত স্বাস্থ্য সেবা নিশ্চিতে পর্যায়ক্রমে উপজেলার সব ক্লিনিক, ডেন্টাল কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টারে জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।