ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পুর্ব নওদাপাড়া ( মন্ডলপাড়া)গ্রাম নিবাসী, চাঁদগ্রাম ইউপি’ র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক সদস্য,দক্ষ আওয়ামী সংগঠক” আবুল হোসেন” সোমবার দিবাগত রাত ৩ ঘটিকার সময় বার্ধক্যজনিত কারণে তার নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।সদালাপি, মিষ্টভাষী আবুল হোসেন মামার সহিত আমার সুসম্পর্ক ছিলো।তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।মরহুমের নামাজে জানাজা আজ মঙ্গলবার বাদ যোহর চাঁদগ্রাম কবরস্হানে অনুষ্ঠিত হবে এবং জানাজা নামাজ শেষে চাঁদগ্রাম কবরস্হানে তার দাফন ক্রিয়া সম্পন্ন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।