1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর আহবায়ক কমিটি ঘোষণা মুন্সিগঞ্জ পদ্মায় রাতভর অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে কারাদণ্ড ইন্দুরকানীতে সাংবাদিক সঙ্গে মতবিনিময় করলেন ব্যারিস্টার মোস্তফা জোবায়ের হায়দার ‎পিরোজপুরে পুরাতন জামে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন গজারিয়া বসুন্ধরা টিস্যু পেপার মিলে ভয়াবহ অগ্নিকান্ড কাউখালীতে গৃহবধূকে যৌন হয়রানির দায়ে অটোচালককে তিন মাসের কারাদণ্ড গজারিয়া ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কে সংবর্ধনা গজারিয়া পুনরায় সংবাদ সম্মেলন করে নিজের ভুল স্বীকার গজারিয়া বৃক্ষ রোপণ ও কেক কেটে সভ্যতার আলো’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফুলপুর সরকারি ডিগ্রি কলেজের শহিদ মিনার শতদ্রু’র উদ্যোগে সংস্কার হলো

  • প্রকাশিত: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি :

ফুলপুর উপজেলার সরকারি ডিগ্রি কলেজের অবহেলিত শহিদ মিনার সংস্কার করেন সেচ্ছাসেবী সংগঠন শতদ্রু ফাউন্ডেশন। জানাযায়, গত ১৩ ফেব্রুয়ারি জরাজীর্ণ শহিদ মিনার নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা হলে বিষয়টি শতদ্রু’র নজরে আসে।বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকালে কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যের সহযোগিতায় শহিদ মিনারটি সংস্কার ও এর আশপাশ পরিষ্কারের উদ্যোগ নেয় শতদ্রুর সেচ্ছাসেবকরা। এ বিষয়ে কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য জনাব আরিফুল হক জানান, “বহু বছর যাবৎ ফুলপুর সরকারি ডিগ্রি কলেজের শহিদ মিনারটি জরাজীর্ণ অবস্থায় থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ তা আমলে নিচ্ছেন না।পরে আমি সোশ্যাল মিডিয়ায় বিষয়টি শেয়ার করলে শতদ্রু তা সংস্কারের উদ্যোগ নেয়। আমি শতদ্রুর এমন মহৎ কর্মে শুভেচ্ছা পোষণ করছি এবং কর্তৃপক্ষকে জরুরি ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।শতদ্রু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা একরামুল হক জিহাদের উদ্যোগে পরিচ্ছন্নতা ও সংস্কার কাজে অংশগ্রহণ করে স্বেচ্ছাসেবক আলিমুন ইসলাম, হাদিয়া সিদ্দিকী হিমেল, হেমায়েতুল্লাহ হিমু, শাহ রাব্বি হাসান, শাহ মাহমুদুল হাসান, স্বর্ণা আক্তার, একরামুল হক নিলয়, সাগর সূত্রধর, তানভীর হাসান সোহেল প্রমুখ।এ বিষয়ে শতদ্রু ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা একরামুল হক জিহাদ বলেন, “ফুলপুর সরকারি কলেজের এই শহিদ মিনারটি বিগত বহু বছর ধরে অবহেলায়-অযত্নে পড়ে ছিলো।শতদ্রু ফাউন্ডেশন যেহেতু মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে তাই উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠে বাঙালি জাতীয়তাবাদের অস্তিত্বের প্রতীক শহিদ মিনারকে এভাবে দেখে তাৎক্ষণিক সংস্কার করার উদ্দ্যোগ নেয় শতদ্রু ফাউন্ডেশন।তারই অংশ হিসেবে আজকে শতদ্রু’র স্বেচ্ছাসেবকবৃন্দ শহিদ মিনার ও আশেপাশের এলাকা পরিষ্কার করলো।খুব দ্রুতই শতদ্রু ফাউন্ডেশন নিজ অর্থায়নে রং করবে শহিদ মিনারকে।সেই সাথে আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা ও কলেজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে ফুলপুর উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারের পরিবর্তে এই কলেজে শহিদ মিনারেই পুষ্পস্তবক অর্পণ করবে শতদ্রু। সেই সাথে আমি ফুলপুর উপজেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠনসহ কলেজের সকল শিক্ষার্থীদের এই শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার আহবান জানাচ্ছি।শতদ্রু’র এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে সাধারণ মানুষ।সেইসাথে ফুলপুর সরকারি ডিগ্রি কলেজের শহিদ মিনারটি সংস্কারে কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রত্যাশা করছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓