মাহবুবা নাজমিন কাউখালী(পিরোজপুর)প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালীতে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নকলের অভিযোগে এক ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।বহিষ্কৃত মাহমুদ নাইম কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জয়কুল কারিগরি স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ বায়েজিদুর রহমান জানান, পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের জন্য এক ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।