কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি :
মযমনসিংহের ধোবাউড়ায় ২০ বোতল বিদেশি মদসহ এক জনকে আটক করেছে পুলিশ।উপজেলার বাঘবেড় ইউনিয়নের মুন্সীরহাট বেলতলী রাস্তা থেকে আবুল কাশেম(৫৫),কে পুলিশ গ্রেপ্তার করে।তার সাথে থাকা ২০ বোতল বিদেশী মদ জব্দ করে।মাদক ব্যবসায়ী আবুল কাশেম এর গ্রামের বাড়ি বাঘবেড় ইউনিয়ন এর মহব্বত আলীর পুত্র।এ বিষয়ে জানতে চাইলে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁন মিয়া বলেন গোপন সংবাদের ভিত্তিতে এস আই জাহিদ হাসান ও সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাত আনুমানিক ১০ টায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে এবং আসামীকে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিজ্ঞ আদালতে সোপর্দ করে।