মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলপুরে মঙ্গলবার (৫ই মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবি.এমি আরিফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মিঃ শশধর সেন, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা কৃষি অফিসার ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস, ফুলপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম, উপজেলা নির্বাচন সহকারী অফিসার একে এম লুৎফর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর সহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।