মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পশ্চিম নয়াকান্দী গ্রামে আনারপাড় সুইচ গেট সংলগ্ন মেঘনা নদীর শাখা নদীতে ভাসমান অবস্থায় তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।এর আগে গত ৬ মার্চ বুধবার বিকালে ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ হয়।মৃত ডালিম দেওয়ান গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া মৃত ইসমাঈল দেওয়ানের ছেলে।সে গত দেড় বছর আগে মালেশিয়া থেকে দেশে ফিরে আসে।ডালিম দেওয়ানের সহধর্মিণী লিপি আক্তার জানান, বুধবার বিকালে ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়।এরপর সে আর বাড়ি ফিরে আসেনি।সকালে ডালিমের মরদেহ নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা বাড়িতে খবর দেয়। ঘটনাস্থলে এসে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখে তারা।গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই রেজাউল করিম জানান, নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড।