কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালীতে সাপ্তাহিক হাটের দিন মাছ বাজারে পঁচা ও রং মেশানো মাছ বিক্রি করার অভিযোগে ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (১৫ মার্চ) সকালে পবিত্র মাহেরমজান উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ও বাজার মনিটরিং কার্যক্রমের সময় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্বজল মোল্লা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ বাজারে সাপ্তাহিক হাটের দিন মাছ বাজারে অভিযান পরিচালনা করেন।এ সময় ভ্রাম্যমাণ আদালত পঁচা ও রং মেশানো মাছ বিক্রির অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোঃ মনু মিয়া, মোঃ নুর ইসলাম, মোঃ সোহাগ ও মোঃ ইলিয়াস সরদার নামের ৪ মাছ ব্যবসায়ীকে প্রত্যেককে পাঁচ শত টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করেন।এসময় ভ্রাম্যমাণ আদালত ৮০ কেজি বিভিন্ন প্রজাতির পঁচা ও রং মেশানো মাছ জব্দ করে তা নষ্ট করে দেন।এছাড়া প্রতিটি দোকানে মূল্য তালিকা টানানো সহ অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।