1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত অভিনেতা সাইফ আলীর ওপর হামলাকারী সাজ্জাদের বাড়ি ঝালকাঠি কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন গজারিয়া ৭১ টেলিভিশন মিথ্যে নিউজ প্রচারের বিরুদ্ধে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল ভান্ডারিয়ায় নির্মাণাধীন কালভার্টের গর্তে পড়ে মোটরসাইকেল চালাক নিহত ফুলপুরে যৌথ বাহিনীর অভিযানে ভারতীয় চিনি-জিরাসহ আটক ২ কণ্ঠশিল্পী মনির খানের বাবা মারা গেছেন গজারিয়া বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক ওয়াজ নসিয়ত আমলেই পূর্ণতা আছে -ছারছীনার পীর ছাহেব কাউখালী উপজেলা স্কাউটস এর কমিটি গঠন: ইউএনও স্বজল মোল্লা সভাপতি, সুব্রত কমিশনার

নেছারাবাদে এনজিওর ঋনের চাপে গৃহবধুর আত্মহত্যার অভিযোগে মামলা

  • প্রকাশিত: শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৭৯ বার পড়া হয়েছে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি :

“এই রকম কুলাংগার ছেলে আপনি কেন জন্ম দিয়েছেন। এই ছেলে জন্ম না দিয়া কলাগাছ জন্ম দিতেন, মানুষ কলা খাইত।আপনি মরেন না কেন? আপনি মরলেও আমরা বেচে যেতাম” এনজিওর মাঠ কর্মকর্তাদের এমন অপমানজনক কথা সইতে না পেরে জেলার নেছারাবাদে এক হতদরিদ্র পরিবারের তসলিমা বেগম (৫২) নামের এক গৃহবধু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।এমন অভিযোগে ‘ডাক দিয়ে যাই’ এনজিওর নেছারাবাদ উপজেলার ইন্দেরহাট শাখার ছয়জনকে আসামী করে মৃত তসলিমার ছেলে মো: তামিম বাদী হয়ে শনিবার (১৬ মার্চ ) থানায় একটি মামলা দায়ের করেন।অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৪ মার্চ) উপজেলার উত্তর পশ্চিম সোহাগদল গ্রামের ৫নং ওয়ার্ডের ওই গৃহবধু এনজিওর মাঠ কর্মীদের অপমানজনক কথা সইতে না পেরে আত্মহত্যা করেছেন।এতে দায়ের হওয়া মামলার আসামীরা হলেন- ওই এনজিওর ইন্দেরহাট শাখার ফিল্ড অফিসার সমির চন্দ্র ঘোষ, মো: সাইফুর রহমান, মো: আহাদ হোসেন, নির্বাহী পরিচালক মো: শাহজাহান গাজী, এরিয়া ম্যানেজার মো: আসাদ্দুজামান মিলন, ব্রাঞ্চ ম্যানেজার মো: দ্বীপঙ্কর শীল।মামলায় আসামীদের পরস্পর যোগসাজসে আত্মহত্যার প্ররোচনা দেয়ায় ওই গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ করা হয়েছে।মামলার বাদী তামিমের অভিযোগ, তার ছোট ভাই মিরাজ নিজ স্ত্রীর নামে ডাকদিয়ে যাই এনজিওর ইন্দেরহাট শাখা থেকে চল্লিশ হাজার টাকার একটি ঋন নেয়। যে ঋনে মিরাজ তার মা তসলিমাকে সাক্ষী রাখে। মিরাজ কয়েকটি কিস্তি পরিশোধের পর বাড়ী থেকে সটকে পড়ে।কিস্তি খেলাপি হওয়ায় এনজিওর লোকেরা যখন তখন বাড়ীতে এসে মাকে চাপ দিচ্ছিলেন। ঘটনার দিন ১৩ মার্চ সন্ধ্যার পরে অভিযুক্তরা বাড়ীতে এসে মাকে অকথ্য ভাষায় কথা বলে।তাদের অপমান জনক কথা সইতে না পেরে আমার মা তসলিমা ওই রাতেই বাড়ী থেকে বের হয়ে যান।পরদিন সকালে বাড়ীর পাশে একটি বাগানের মধ্যে বাতামি গাছে গলায় লাইলোনের দড়ি পেচানো ঝুলন্ত লাশ পেয়েছি।তিনি বলেন ডাকদিয়ে যাই এনজিওর লোকদের এমন কথায় মা আত্মহত্যা করেছেন।নিহত তসলিমার স্বামী দিনমজুর মো: মোস্তফা অভিযোগ করে বলেন, যেহেতু তাদের ছোট ছেলে মিরাজ লোন নিছে। তাই এনজিওর চাপে আমরা স্বামী স্ত্রী দিনমজুরি করে সপ্তাহে তিনশত টাকা কিস্তি দিতে চেয়ে ছিলাম। তারা না মেনে আমার স্ত্রীকে যা ইচ্ছা তাই বলেছে। তাদের কথা সইতে না পেরে স্ত্রী আত্মহত্যা করেছেন।ডাক দিয়ে যাই এনজিও এর পরিচালক মো: তাজুল ইসলাম খান অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের ঋনগ্রহীতা কলি বেগম নামে এক গৃহবধূ অভিযোগকারী পরিবারের পুত্রবধূ।তারা ওই বাসাতে থাকত।তাই আমার অফিসের লোক তাদের বাসায় গিয়ে কলির শাশুড়ি তসলিমার কাছে কলি ও তার স্বামী মিরাজের ব্যাপারে জানতে চেয়েছিল মাত্র।কোন ধরনের অপমান জনক কথা বলা হয় নি।নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো: গোলাম সরোয়ার জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে।আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓