নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জের মিরকাদিমের কাঠপট্টি এলাকার ধলেশ্বরী নদীতে চলমান অবস্থায় চাঁদপুর গামী ময়ূর-৭ লঞ্চ থেকে খেলারত অবস্থায়,নগদ টাকা ও জুয়ার সরঞ্জামসহ ১৩ জুয়ারীকে আটক করেছে মুক্তারপুর নৌ পুলিশ।পুলিশ জানায়,১টা ৩০ মিনিটে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির এখতিয়ারাধীন ধলেশ্বরী নদীতে বিশেষ অভিযান ও টহল ডিউটিরত টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঢাকা (সদরঘাট)থেকে ছেড়ে আসা চাঁদপুর গামী ময়ূর-৭ লঞ্চে চলমান অবস্থায় কতিপয় ব্যক্তি জুয়া খেলছে। মুক্তারপুর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সাজ্জাদ করিম খানের নেতৃত্বে লঞ্চটিতে অভিযান চালিয়ে জুয়া খেলার স্থানে বিভিন্ন রকমের ৩ বান্ডিল তাস,জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ৪৯১০০ (উনেপঞ্চাশ হাজার একশত)টাকা সহ ১৩ জনকে আটক করা হয়।আটকেরা হলেন লক্ষীপুরের জেলার উত্তর রায়পুর গ্রামের মনোহর মিয়ার ছেলে মিস্টার(৪৮),দেনায়েতপুর গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে বিপ্লব মিয়া(৩২),চাঁদপুরের জেলার মদনা গ্রামের ডাঃ আব্দুল লতিফের ছেলে আবু জাফর (৬০), উত্তর কৃষ্ণপুর গ্রামের মৃত আবুল কালামের ছেলে মো: ফারিজ মিজি(২৮),ঘন্ডামারা গ্রামের খোরশেদ আলমের ছেলে মো:মমিন (৪৪),ঘন্ডামারা গ্রামের মৃত নজির আহমেদ বেপারীর ছেলে মো:মনির হোসেন(২৮), গুয়াকলা গ্রামের কাদির ভূইয়ার ছেলে নাজির হোসেন (৩৮),ঘন্ডামারা গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে মো: স্বপন(৪২),ঘন্ডামারা গ্রামের মৃত শাহজাহানের ছেলে মো:শাহ আলম(৪৪),দক্ষিন বালিয়া গ্রামের মো:কালু পাটোয়ারীর ছেলে মো. সাঈদ পাটোয়ারী (৩৮), পূর্ব মদনা গ্রামের মো:সুলতান শেখের ছেলে মো:মুসলিম শেখ(৩২),দক্ষিণ বালিয়া গ্রামের সিরাজ শেখের ছেলে মো:আব্দুল কাদির(৩২),করবন্দ গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে হীরা বেপারী(৪৪)।অভিযান প্রসঙ্গে মুক্তারপুর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সাজ্জাদ করিম খান জানান,গ্রেফতারকৃত আসামীরা লঞ্চে টাকার বিনিময়ে জুয়া খেলছিল।গ্রেফতরা প্রকাশো টাকার বিনিময়ে তাস দিয়া জুয়া খেলে অপরাধ করেছে।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারার ধারায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।